প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে সুযোগ্য মায়ের সুযোগ্য কন্যা হিসেবে অভিহিত করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। পুতুলকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ছোট্ট সেই মেয়েটি কখন যে এত বড় হল, এত জ্ঞান অর্জন করল বুঝতেই পারিনি। রওশন এরশাদের এ কথা শুনে অনুষ্ঠানে সবাই করতালি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত ‘প্রতিবন্ধিতা ও অটিজম’ শীর্ষক সেমিনারের এক পর্যায়ে দর্শক সারীতে থাকা বিরোধী দলীয় নেতা এ কথা বলেন। এর আগে অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন হিসেবে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন সায়মা ওয়াজেদ হোসেন। তিনি অটিজমের ধরন ও তা থেকে রক্ষা এবং সামাজিক সচেতনা নিয়ে বক্তব্য রাখেন। এসময় এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়াও ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ.স.ম ফিরোজসহ অন্যান্য হুইপরা উপস্থিত ছিলেন।রওশন এরশাদ বলেন, দেশে ১৬ কোটি ২৬ লাখ মানুষের মধ্যে ১ কোটি ২০ লাখ প্রতিবন্ধি আছে। প্রতিবন্ধি মায়েরা সমাজে বিশেষভাবে উপেক্ষিত। প্রতিবন্ধি শিশুদের ঘর থেকে বের না করার ফলে তারা সমাজ থেকে আরো বিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি এ বিষয়ে ব্যাপক সচেতনা সৃষ্টির আহ্বান জানিয়ে রওশন বলেন, এ বিশাল দায়িত্ব সবাই যদি ভাগ করে নেয়, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারব। এর জবাবে পুতুল বলেন, সাধারণ মানুষের কাছে যাওয়ার বিষয়ে আমরা তৈরি আছি। কিন্তু জনসচেতনার তৈরির দায়িত্ব নিতে হবে জনপ্রতিনিধি হিসেবে আপনাদেরকে। কারণ আপনারা মাঠ পর্যায়ে থাকেন। এইচএস/এআরএস/এমএস
Advertisement