আইন-আদালত

মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের পদ্ধতি

কোম্পানি আইন নিয়ে আমাদের রয়েছে নানা জিজ্ঞাসা। একটি কোম্পানি গঠন করতে অবশ্যই অনুসরণ করতে হয় দেশের প্রচলিত আইন। কী সেসব আইন? এমন সব আইনি বিষয়ে সমাধান দেবেন অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান। আজ জানবো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের পদ্ধতি।

Advertisement

স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত (Listed) কোম্পানি সম্পর্কে যে তথ্য বা তথ্যসমূহ প্রকাশিত হলে কোম্পানির শেয়ারের মূল্যে প্রভাব সৃষ্টি হতে পারে (অর্থাৎ মূল্য হ্রাস বা বৃদ্ধি ঘটতে পারে) সেসব তথ্যকে মূল্য সংবেদনশীল তথ্য (Price Sensitive Information) বলা হয়।

কোম্পানিতে কোনো মূল্য সংবেদনশীল ঘটনা ঘটলে বা পরিচালকদের দৃষ্টিগোচর হলে অনতিবিলম্বে তা প্রকাশ করা উচিত। অন্যথায় এসব তথ্য ফাঁস হলে পুঁজিবাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২৭ সেপ্টেম্বর ২০০৯ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী মূল্য সংবেদনশীল কোনো বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হতে পারে পরিচালক পরিষদের এমন সভা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় সমাপ্তির পর অথবা বন্ধের দিন (Holiday) অনুষ্ঠিত হতে হবে। ফলশ্রুতিতে মূল্য সংবেদনশীল সিদ্ধান্ত গৃহীত হলে তা প্রচারিত হওয়ার সুযোগ পায় এবং কেউ অন্যায্য সুবিধা (Undue Advantage) নিতে পারে না।

Advertisement

মূল্য সংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণের বা এরূপ কোনো তথ্য পরিচালকদের দৃষ্টিগোচর হলে ৩০ মিনিটের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জকে অবহিত করতে হবে। চেয়ারম্যান অথবা প্রধান নিবার্হী কর্মকর্তা (Chief Executive Officer) অথবা কোম্পানির সচিব স্বাক্ষরিত এ নোটিশ ফ্যাক্স, বিশেষ বার্তা বাহক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হয়।

অবিলম্বে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় মূল্য সংবেদনশীল তথ্যের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। একই সঙ্গে একটি অনলাইন পত্রিকায়ও বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয়। সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ তথ্যটি নিউজ মনিটরে প্রচার করেন।

মূল্য সংবেদনশীল তথ্য যথাযথ উপায়ে প্রকাশ না করার ফলে পুঁজিবাজারে গুজব সৃষ্টি হলে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জ ওই কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখতে পারেন।

মো. নজরুল ইসলাম খানঅ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্টই-মেইল: nikhan.law.ru@gmail.com

Advertisement

এএ/এমএস