জাতীয়

চলে গেলেন শব্দসৈনিক রাশেদুল হোসেন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রাশেদুল হোসেন (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।মঙ্গলবার ভোর ৪টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বাংলাদেশ বেতারের প্রকৌশলী হিসেবে তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন রাশেদুল হোসেন। সকাল সাড়ে ১০টার দিকে তার কফিন আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার কার্যালয়ে নেওয়া হলে সাবেক সহকর্মী, সাংস্কৃতিক কর্মী ও বেতারের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। সেখানে জানাজা শেষে রাশেদুলের মরদেহ নিয়ে যাওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ার উত্তর মোড়লে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।উল্লেখ্য, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে সম্মাননা পান রাশেদুল হোসেন।এআরএস/এমএস

Advertisement