দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে একজন মারা যান।

Advertisement

রোববার (১০ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রোজা (২০) এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের আনিস (৫০) নামে একজন।

তিনি আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১০ জনসহ মোট ১০৩ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিউতে পাঁচজন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে চারজন হাসপাতাল ছেড়ে গেছেন।

Advertisement

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬০টি নমুনা পরীক্ষা করে একজন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার শূন্য দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩৪ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ২৪২ জন।

মঞ্জুরুল ইসলাম/এফআরএম/এমএস