জাতীয়

অনলাইন ভূমি ব্যবহার ছাড়পত্র সেবা উদ্ধোধন

অনলাইন ভূমি ব্যবহার ছাড়পত্র এবং নকশা অনুমোদন সেবার উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনে অনলাইন ভূমি ব্যবহার ছাড়পত্র এবং নকশা অনুমোদন সেবার উদ্বোধন করেন তিনি।উদ্বোধনী অনুষ্ঠানে মোশাররফ হোসেন বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর নাগরিকদের ভূমি ব্যবহার ছাড়পত্র প্রদান, নকশা অনুমোদনসহ বিভিন্ন সেবা প্রদান করে থাকে। প্রচলিত রীতিতে এ সেবা করতে গিয়ে পদ্ধতিগত কারণে জনগণকে প্রায়শই নানা সমস্যার সম্মুখীন হতে হয়। আর এ বিষয়ে নাগরিকদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং প্রায়শই তারা নানা অভিযোগ করে থাকেন।তিনি আরো বলেন, এ অবস্থার অবসান ঘটিয়ে নাগরিকদের সেবা প্রাপ্তির পথ সুগম করা এবং উন্নয়ন কর্মসূচিকে গতিশীল করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিভিন্ন সেবা অনলাইনে সম্পাদনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির সহযোগিতায় রাজউকের ৫ নম্বর জোনের ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদন কাজ অনলাইনে সম্পাদনের ব্যবস্থা চালু করা হয়েছে উল্লেখ করে অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে ধানমন্ডি ও লালবাগ এলাকায় এ সেবা চালু করা হয়েছে। পরবর্তিতে পুরো ঢাকা মহানগরীতে তা বিস্তার করা হবে।এ ব্যবস্থা চালুর ফলে বর্তমান ভূমি ব্যবস্থার ছাড়পত্র ও নকশা অনুমোদন কার্যক্রমের জটিলতা ,অব্যবস্থাপনা, দীর্ঘসূত্রতা ও  স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের নিকট দায়বদ্ধতা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা।রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজাউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মাদ মঈন উদ্দীন আব্দুল্লাহ, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের পক্ষে মিয়া রহমত আলী প্রমুখ।এএস/আরএস/এমএস

Advertisement