দেশজুড়ে

কালীগঞ্জে ট্রাক্টরচাপায় কলেজশিক্ষক নিহত

লালনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার আমিনবাজার এলাকায় ট্রাক্টরচাপায় আবু বক্কর সিদ্দিক (৪০) নামে এক প্রভাষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

Advertisement

আবুবক্কর সিদ্দিক কালীগঞ্জ উপজেলার হাজরানিয়া উত্তরণ ডিগ্রি কলেজের প্রভাষক। তিনি উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘ্যনেশম গ্রামের আক্কেল আলী মুন্সী ছেলে। শনিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার বিকেলে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘ্যনেশম আমিনবাজার সড়কের মটেরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে তুষভান্ডার আমিনবাজার সড়কের মটেরপাড় নামক স্থানে বেপরোয় একটি ট্রাক্টর পেছন থেকে একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের আরোহী উত্তরণ কলেজের প্রভাষক আবু বক্কর সিদ্দিক ছিঁটকে পড়ে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে জানান, পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আহত তিনজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

এমএএইচ/