ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসএম তৌহিদুজ্জামান (৩৯) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
Advertisement
শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।
নিয়ে আসা কারারক্ষী শাকিল আহমেদ জাগো নিউজকে জানান, এস এম তৌহিদুজ্জামান কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তৌহিদুজ্জামান কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তার বাবার নাম আখতারুজ্জামান। হাজতি নম্বর (৩৫১২৮/২১)। তিনি কোন মামলার আসামি ছিলেন এ বিষয়ে কিছু বলতে পারেননি কারারক্ষী শাকিল।
Advertisement
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানান, কেন্দ্রীয় কারাগারের এক হাজতিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষীরা। এখানে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এমএএইচ