মাগুরার মহম্মদপুরে শেখ রাসেল হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঘুল্লিয়া গ্রামে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলা উপভোগ করেন।
Advertisement
দুপুরের পর থেকে খেলার মাঠে দর্শক আসতে শুরু করে। বিকেল ৩টার আগেই গোটা এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। হাজার হাজার মানুষের করতালিতে মুখর হয়ে ওঠে খেলার মাঠ। ফাইনালে পলাশবাড়িয়া ইউনিয়নকে ২-১ পয়েন্টে পরাজিত করে দীঘা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
বিনোদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শিকদার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, মহম্মদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম, গোলাম মোহাম্মদ মোল্লা, জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। খেলায় বিজয়ী দলকে ফ্রিজ ও পরাজিত দলকে টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।
Advertisement
এর আগে গত ৪ অক্টোবর (সোমবার) টুর্নামেন্টটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন ইউনিয়নের আটটি দল অংশ নেয়।
আরএইচ/জেআইএম