রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল রোববার দুপুরে প্রকাশ করা হবে।
Advertisement
শনিবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ কমিটির কো-অর্ডিনেটর ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুরের পরপরই বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে যারা পাস করেছে এবং ফেল করেছে উভয়ই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবে।
অধ্যাপক একরামুল হামিদ আরও বলেন, ভর্তি পরীক্ষায় যারা ৪০ শতাংশের বেশি নম্বর পাবে কেবল তাদেরই মেরিট পজিশন দেয়া হবে। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেওয়া হবে না।
Advertisement
এর আগে গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ জন।
সালমান শাকিল/আরএইচ/এমএস