করোনা আক্রান্ত হয়েছেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।
Advertisement
শনিবার (৯ অক্টোবর) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. ইকবাল আহমেদ।
তিনি বলেন, বেশ কিছুদিন ধরে তিনি জ্বর অনুভব করছিলেন। পাশাপাশি সর্দি কাশিতেও ভুগছিলেন। শনিবার সকালে এমপি আয়েন উদ্দিন করোনা পরীক্ষার নমুনা দেন। এদিন দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে পবার নওহাটার বাসায় আইসোলেশনে আছেন। পুরোপুরি সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সংসদ সদস্য আয়েন উদ্দিনের সুস্থতা কামনা করেছেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, হরিপুর ইউপি’র চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দর্শন-পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান রাজ, হরিয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চু, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কলাম আজাদ।
Advertisement
ফয়সাল আহমেদ/এসজে/এমএস