দেশজুড়ে

বিয়ের আসর থেকে কারাগারে বর

বরগুনার আমতলীতে বাল্যবিয়ের অপরাধে বর মো. জহিরুল ইসলামকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

শুক্রবার (৯ অক্টোবর) রাতে উপজেলার আরপাঙ্গাশীয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামের কনের বাড়িতে উপস্থিত হয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম।

আদালত সূত্র জানায়, ওই গ্রামের তোফাজ্জেল আকনের নবম শ্রেণিতে পড়ুয়া কন্যার সঙ্গে একই উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. নাজমুল ইসলাম কনের বাড়িতে উপস্থিত হন।

এসময় কনে পক্ষের লোকজন পালিয়ে গেলেও বর মো. জহিরুল ইসলামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন স্থানীয়রা। পরে বিচারক বর মো. জহিরুল ইসলামকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি জহিরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম বলেন, বাল্যবিয়ে দিবে না মর্মে কনের পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। বর জহিরুল ইসলামকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আরএইচ/এমএস

Advertisement