জাতীয়

৮০ স্বর্ণের বারসহ শাহ আমানতের কর্মী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বারসহ বেলাল উদ্দিন নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শনিবার (৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তাকে আটক করা হয়।

Advertisement

কাস্টম সূত্রে জানা গেছে, সকালে বিমানবন্দরের নিরাপত্তাকর্মী বেলাল স্বর্ণের একটি পোটলা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে একটি গোয়েন্দা সংস্থার এবং কাস্টম কর্মকর্তারা তাকে আটক করেন। একই সঙ্গে তার কাছ থেকে ৮০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ হওয়া স্বর্ণের ওজন আনুমানিক সাড়ে ৯ কেজি। এর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জাগো নিউজকে বলেন, স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টম কর্মকর্তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।

মিজানুর রহমান/এমআরআর/এএসএম

Advertisement