বিনোদন

আমি ভালো ঘরের ছেলে, পালাবো না: শাহরুখপুত্র

মাদক মামলায় গ্রেফতার শাহরুখপুত্র আরিয়ান খান আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘আমার বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। আমি ভালো ঘরের ছেলে। আমি কোথাও পালিয়ে যাবো না’।

Advertisement

শুক্রবার (৮ অক্টোবর) মুম্বাই মেট্রোপলিটন আদালতে শুনানিতে আইনজীবীর মাধ্যমে লিখিতভাবে শাহরুখপুত্র এসব কথা জানান।

এদিন আরিয়ান খানের পক্ষে আদালতে জামিন আবেদন করেন ভারতের খ্যাতিমান আইনজীবী সতীশ মানেশিন্ডে। তবে তার যুক্তি ও দাখিল করা দলিলে সন্তুষ্ট হতে পারেননি বিচারক আর এম নেরলিকার। ফলে জামিনও মেলেনি শাহরুখপুত্রের। ফলে আরও ১৪ দিন আর্থার রোডের জেলেই থাকতে হচ্ছে আরিয়ানকে।

আইনজীবীর মাধ্যমে আরিয়ান খান আদালতকে বলেন, ‘আমি ২৩ বছর বয়সী একটা ছেলে, আমার কোনো ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে সেখানে (প্রমোদতরী) আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা মাদক নিতে বলেছিল, আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। আমার ফোনের সব ডেটা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘আমার বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। আমি ভালো ঘরের ছেলে। আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, আমি কোথাও পালিয়ে যাবো না। তথ্য-প্রমাণ লোপাটের কোনো চেষ্টাও করবো না।’

আদালতে আরিয়ান দাবি করেন, ‘আমার কাছ থেকে কোনো ধরনের মাদক উদ্ধার হয়নি। যে চ্যাটিংয়ের কথা বলা হচ্ছে, সেগুলো আমি বিদেশে থাকার সময়ে করেছিলাম।’

গত ২ অক্টোবর গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) একটি টিম। সেখান থেকে আটক করা হয় আরিয়ানকে। সঙ্গে তার বন্ধু আরবাজ মার্চেন্টসহ আরও কয়েকজন আটক হন। পরদিন ৩ অক্টোবর আরিয়ানকে মাদক মামলায় গ্রেফতার দেখায় এনসিবি।

এএএইচ/এএসএম

Advertisement