কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে পাঁচজন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
Advertisement
শুক্রবার (৮ অক্টোবর) দিনগত রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-কুতুপালং ক্যাম্পের মৃত সুলতান মোহাম্মদের ছেলে মো. খালেদ হোসেন (৩৩), মৃত আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ আমিন (৩৮), মো. শাকের (৩৫), নূর বসরের ছেলে মোহাম্মদ কলিম (১৮) ও মৃত মো. রশিদের ছেলে মো. ইলিয়াস (২২)।
কক্সবাজার ১৪ এপিবিএন অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক জানান, আটকরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় তথাকথিত আরসা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের উখিয়া থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Advertisement
এফআরএম/এএসএম