জাতীয়

বাংলাদেশ-রোমানিয়া সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও রোমানিয়ায় মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সফরকালে দেশটির রাজধানী বুখারেস্টে এই সমঝোতা স্মারক সই হয়।

Advertisement

শনিবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ড. মোমেনের সঙ্গে বৈঠকে বসেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী বোগদান অরেস্কু। বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এফওসি (ফরেন অফিস কনসালটেশন) বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন।

পরে ড. মোমেন পূর্ব-ইউরোপের বৃহত্তম কারিগরি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব পলিটেকনিয়া অব বুখারেস্ট (ইউপিবি) পরিদর্শন করেন। সেখানে ইউপিবির রেক্টরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ইউপিবি এবং রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের মধ্যে ‘প্রমোশন অব দি ইউপিবি এক্সসেলেন্স স্কলারশিপ প্রোগ্রাম’ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়।

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের উপস্থিতিতে সমঝোতা স্মারকে সই করেন ইউপিবির রেক্টর এবং বাংলাদেশের রাষ্ট্রদূত। ড. মোমেন এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চারটি স্কলারশিপ ঘোষণার জন্য ইউপিবির রেক্টরকে ধন্যবাদ জানান এবং পরবর্তী বছরগুলোতে ক্রমান্বয়ে এই স্কলারশিপ বাড়ানো হবে বলেও আশা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ইউপিবির রেক্টরকে ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য পিস কনফারেন্সে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

এমআরআর/এএসএম

Advertisement