গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পৌর সদরের চৌরঙ্গি থেকে আটাডাংগা বাওড় পর্যন্ত খাল পরিষ্কার ও খালের ওপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন।
Advertisement
চলমান কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (৮ অক্টোবর) চরপাড়া থেকে খাল পরিষ্কার এবং খালের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমার রাশেদ জাগো নিউজকে বলেন, সরকার সারাদেশে নদী যেভাবে দখলমুক্ত করেছে, মুকসুদপুরেও একইভাবে খালগুলো দখলমুক্ত ও খাল পরিষ্কার করা হবে। খালটি দীর্ঘদিন অপরিষ্কার থাকায় ভরাট হয়ে গেছে। এতে পৌরসভার বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, বর্জ্য অপসারণের পাশাপাশি আমরা খালের পাড় বাঁধানো, গাছ লাগানো ও ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা করেছি। পৌর সদরের এ খালটি পরিষ্কার ও সচল রাখতে পারলে জলাবদ্ধতা অনেকাংশেই কমবে।
Advertisement
অভিযান চলাকালে মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, কাজী ওহিদুল ইসলাম, তারিকুল ইসলাম, নাহিদ পারভেজ জনি, আরটি হাসান ও কাইয়ুম শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন ইতিবাচক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন পৌরবাসী।
মেহেদি হাসান/এমকেআর
Advertisement