বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা আবারও স্কুলে গেলেন। তবে এবার পড়তে কিংবা পড়াতে নয়, পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দিতেই তিনি স্কুলে গিয়েছেন।ভারতের একাধিক বার্তা সংস্থা জানিয়েছে, আসন্ন শিশু দিবসকে কেন্দ্র করে কোকাকোলা ও এনডিটিভি-র যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘সাপট মাই স্কুল’ নামে একটি কার্যক্রম। মূলত বিদ্যালয়ে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্যে গত ৩ বছর ধরে এ কার্যক্রম চলে আসছে।এরই ধারাবাহিকতায় এবারে হরিয়ানার শঙ্ক গভমেন্ট মিডল স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন ‘যব তাক যান হ্যায়’ খ্যাত অভিনেত্রী আনুশকা।আনুশকা বলেন, ভারতে এক হাজারেরও বেশি স্কুলে এ কার্যক্রম চলবে জেনে খুব খুশি হয়েছি। আমার খুব ভাল লাগে ছোট ছোট ছেলে-মেয়েদের সঙ্গে সময় কাটাতে। এমন এক অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি।এদিকে ‘সাপট মাই স্কুল’ কার্যক্রমে এখন পর্যন্ত ৩৭০টি স্কুল অংশ নিয়েছে। এর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গেই আছে ২৪টি স্কুল।
Advertisement