খেলাধুলা

টসেই বাদ পড়ে যেতে পারে চ্যাম্পিয়ন মুম্বাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের সবশেষ দুই আসরের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস। প্রথমবারের মতো আইপিএলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবারের আসর শুরু করেছিলো তারা। কিন্তু প্রত্যাশামাফিক খেলতে না পারায় প্রথম রাউন্ডেই বাদ পড়ার দ্বারপ্রান্তে রোহিত শর্মার দল।

Advertisement

তবে এখনও ঠিক বাদ পড়ে যায়নি মুম্বাই। আজ (শুক্রবার) লিগ পর্বের শেষ দিন মুম্বাইয়ের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে প্রায় অসম্ভব এক সমীকরণ মেলাতে পারলেই প্লে-অফের টিকিট পাবেন আইপিএলের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। আবার টসের পরই বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।

লিগ পর্বের ৫৬ ম্যাচের মধ্যে শেষ হয়ে গেছে ৫৪টি। এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত হয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিট্যালসের। আর বাদ পড়ে গেছে পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। এখন এক টিকিটের জন্য অপেক্ষা কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ানসের।

নিজেদের ১৪ ম্যাচ শেষে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে সাকিব আল হাসানের কলকাতা। তাদের নেট রান রেট +০.৫৮৭। অন্যদিকে ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে মুম্বাই। নেট রানরেটে তারা বেশ পিছিয়ে, -০.০৪৮। যে কারণে হায়দরাবাদকে হারিয়ে ১৪ পয়েন্ট পেলেই হবে না, মেলাতে হবে কঠিন সমীকরণ।

Advertisement

শুক্রবারের ম্যাচে নেট রানরেটের হিসেবে কলকাতার চেয়ে এগিয়ে যেতে হায়দরাবাদের বিপক্ষে মুম্বাইকে জিততে হবে অন্তত ১৭১ রানের ব্যবধানে। এর চেয়ে কম ব্যবধানে জিতলে কলকাতার সমান ১৪ পয়েন্ট নিয়েও নেট রানরেটের কারণে বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

প্রায় অসম্ভব এই সমীকরণ মেলানোর জন্য নিজেদের অতীত থেকেই অনুপ্রেরণা নিতে পারে মুম্বাই। আইপিএলের ইতিহাসে রানের হিসাবে সবচেয়ে বড় ব্যবধানে জয়টি তাদেরই। ২০১৭ সালের আসরে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ২১৩ রান করে ১৪৬ রানের বিশাল ব্যবধানে জিতেছিলো তারা।

এবার হায়দরাবাদকে ১৭১ রানে হারাতে পারলেই মুম্বাই পেয়ে যাবে প্লে-অফের টিকিট। তবে টসের পরই আবার শেষ হয়ে যেতে পারে তাদের আইপিএল যাত্রা। যদি পরে ব্যাটিং করতে হয় মুম্বাইকে, তাহলে যত বল হাতে রেখেই জিতুক না কেন, কলকাতাকে ছাড়িয়ে যেতে পারবে না তারা। তাই টস ভাগ্যটাও নিজেদের পক্ষেই লাগবে মুম্বাইয়ের।

এসএএস/জিকেএস

Advertisement