মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
০৮ অক্টোবর ২০২১, শুক্রবার। ২৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ
ঘটনা১৮৮১- ভিয়েতনামের দক্ষিণে ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ৩ লাখ মানুষ প্রাণ হারায়।১৯৩২- রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়।১৯৬২- আলজেরিয়া জাতিসংঘে যোগদান করে।১৯৯০- আল আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলায় ২০ জন নিহত হন।১৯৯১- স্পিকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।২০০৫- কাশ্মীরের মোজাফ্ফারাবাদে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়েছিল।
জন্ম১৮৬২- বাঙালি সেতার ও সানাই বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁ।১৮৮৩- নোবেলজয়ী জার্মান জীবরসায়নবিদ ওটো ভারবুর্গ।১৮৯২- ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী ও বিপ্লবী ভূপেন্দ্র কুমার দত্ত।১৯১৭- নোবেলজয়ী ব্রিটিশ চিকিৎসক ও বিজ্ঞানী রডনি পোর্টার।১৯২৬- পাকিস্তানি ভারতীয় অভিনেতা রাজ কুমার।
Advertisement
মৃত্যু১৮৮০- বেঙ্গল থিয়েটারের প্রতিষ্ঠাতা শরৎচন্দ্র ঘোষ।১৯৩৬- আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ।১৯৯৮- বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা জসিম।২০১২- বাংলাদেশি বাউল গায়ক ও সুরকার বিদিত লাল দাস।২০১৪- ভাষা সৈনিক আব্দুল মতিন।
দিবসভারতীয় বায়ুসেনা দিবস।বিশ্ব দৃষ্টি দিবস।প্রাকৃতিক বিপর্যয় হ্রাস দিবস।
এসইউ/জিকেএস
Advertisement