আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বিশ্বে আরও ৮ হাজার মৃত্যু, শনাক্ত সাড়ে ৪ লাখ
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এরমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে করোনা রোগী শনাক্ত। এসময় শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৫১৭ জন। আর ৮ হাজার ১৭৫ জন মারা গেছেন। এর আগের দিন বুধবার (৬ অক্টোবর) করোনা শনাক্ত হয়েছিল ৪ লাখ ৮ হাজার ৮১৬ জনে। আর এ ভাইরাসে মারা গিয়েছিলেন ৭ হাজার ৪৫৬ জন।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ রাশিয়ানকে বহিষ্কার করলো ন্যাটো
Advertisement
গুপ্তচরবৃত্তির অভিযোগে ন্যাটো তাদের মিশন থেকে আটজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে। ব্রাসেলসের সদরদপ্তরে কাজ করা মস্কোর মিশনের আকারও অর্ধেকে এনেছে সামরিক জোটটি। ২০১৮ সালে একটি গুপ্তচরবৃত্তির অভিযোগে সাতজন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কারের পর এটাই মস্কোর বিরুদ্ধে ন্যাটোর প্রথম পদক্ষেপ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সাহিত্যে নোবেল পাওয়া কে এই আব্দুলরাজাক?
এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত তানজানিয়ার সাহিত্যিক আব্দুলরাজাক গুর্নাহর নাম ছড়াচ্ছে বিশ্বব্যাপী। ‘প্যারাডাইস’ নামে উপন্যাসের জন্য তিনি এ সম্মাননা পেলেন। কে এই ঔপন্যাসিক, তা নিয়েই আগ্রহ এখন বিশ্ব সাহিত্যাঙ্গনে। পূর্ব আফ্রিকার দ্বীপ জাঞ্জিবারে ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন আব্দুলরাজাক গুর্নাহ। তানজানিয়ায় বেড়ে উঠলেও ১৯৬৮ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান শরণার্থী হিসেবে। সেখানে শিক্ষার্থী হিসেবে পড়াশোনা চালিয়ে যান এবং পরে ইউনিভার্সিটি অব কেন্টে অধ্যাপনায় যোগ দেন। অবসরও নিয়েছেন ইতোমধ্যে।
কাশ্মীরে এবার দুই স্কুল শিক্ষককে গুলি করে হত্যা
Advertisement
ভারত শাসিত কাশ্মীরে এবার দুই স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করলো বিচ্ছিন্নতাবাদীরা। বিতর্কিত এ অঞ্চলটিতে হঠাৎ করেই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে গেছে বলে জানায় পুলিশ। কর্তৃপক্ষ এ হামলার জন্য ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াইরত বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) কাশ্মীরের প্রধান শহর শ্রীনগরের পাশেই এ হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরা।
আফগানিস্তান ইস্যুতে ২০ অক্টোবর আলোচনায় বসবে রাশিয়া
আফগানিস্তান ইস্যুতে আগামী ২০ অক্টোবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। মস্কোর বৈঠকে বসার এ পরিকল্পনার কথা আজ, বৃহস্পতিবার (৭ অক্টোবর) জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের আফগানবিষয়ক বিশেষ প্রতিনিধি ।
যদিও জামির কাবুলভ নামে ওই বিশেষ প্রতিনিধি বৈঠকের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু জানাননি। এর আগে মস্কো গত মার্চে আফগানিস্তান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে যেখানে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন এবং পাকিস্তান একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছিল। এতে তৎকালীন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের শান্তি চুক্তিতে পৌঁছানোর এবং সহিংসতা রোধ করার আহ্বান জানানো হয়।
দুর্গম এলাকায় ড্রোনের মাধ্যমে টিকা পৌঁছে দিচ্ছে ভারত
টিকা কার্যক্রম আরও গতিশীল করার জন্য ড্রোনের ব্যবহার শুরু করেছে ভারত। বাণিজ্যিক ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলোতে টিকা পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সরকারি বিজ্ঞানী ডা. সমীরণ পান্ডে। ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্যগুলোতে টিকা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ড্রোন ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
বিধায়ক হিসেবে শপথ নিলেন মমতা
মুখ্যমন্ত্রী হিসেবে আগেই শপথ নিয়েছিলেন মমতা ব্যানার্জী। এবার ভবানীপুর উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর শপথ নিলেন বিধায়কের। আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিধানসভায় গিয়ে মমতা ব্যানার্জীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়কদেরও শপথবাক্য পাঠ করানো হয় এসময়।
ভারতে আরও ইলিশ পাঠালে বাংলাদেশে দাম ঠিক থাকতো: আনন্দবাজার
চলতি বছর মৌসুমের শুরু থেকেই ইলিশের দাম দেশের নিম্নবিত্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে। মাঝেমধ্যে কিছুটা কমার খবর পাওয়া গেলেও তা সহজলভ্য হয়নি কখনোই। বরং প্রতি কেজি ইলিশ দেড়-দুই হাজার টাকায় বিক্রির খবর শোনা গেছে হরহামেশা। অথচ কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, ভারতে আরও বেশি রপ্তানি করলেই নাকি বাংলাদেশে ইলিশের উপযুক্ত দাম মিলতো!
সৌদিতে ড্রোন হামলা
সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুধবার ড্রোন হামলা চালানো হয়েছে। তবে বিস্ফোরক ড্রোন দিয়ে চালানো ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। ইয়েমেনে সৌদি জোটের ক্রমাগত হামলার ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রতিক সময়ে সৌদি বিভিন্ন স্থানে ড্রোন ও রকেট হামলা চালানো হচ্ছে। সৌদির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিমানবন্দরের চার কর্মী সামান্য আহত হয়েছেন। ওই ঘটনার পর কিছু সময় বিমানবন্দরের রাস্তা বন্ধ রাখা হয়। তবে এখন আবার সবকিছু স্বাভাবিক আছে বলেই জানানো হয়েছে।
সাবেক স্ত্রীর ফোন হ্যাক করিয়েছিলেন আমিরাতের প্রধানমন্ত্রী!
সাবেক স্ত্রী ও তার আইনজীবীর ফোন হ্যাক করার নির্দেশ দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সম্প্রতি যুক্তরাজ্যের হাইকোর্ট এ তথ্য জানিয়েছেন। একটি রায়ে আদালত বলেছেন, সন্তানদের জিম্মায় নেওয়ার লড়াইয়ে সাবেক স্ত্রীকে ‘ভয়ভীতি দেখানো ও হুমকি প্রদানের ধারাবাহিক অভিযান’-এর অংশ হিসেবে ফোন হ্যাকিংয়ের নির্দেশ দিয়েছিলেন দুবাইয়ের শাসক। খবর রয়টার্সের।
এমএসএম/জেআইএম