ক্যাম্পাস

ঢাবিতে ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হবে।

Advertisement

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত একাধিক সদস্য জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সভায় ১০ অক্টোবর সব বর্ষের শিক্ষার্থীদের হলে উঠানোর বিষয়ে প্রভোস্ট স্টান্ডিং কমিটির সিদ্ধান্ত বহাল থাকে। ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে কোনো বিভাগ চাইলে অনলাইনে ইনকোর্স বা মিডটার্ম পরীক্ষা নিতে পারবে। শুক্র ও শনিবারও ক্লাস-পরীক্ষা নিতে পারবে। পরীক্ষা অর্ধেক সময় ও অর্ধেক নম্বরে নিয়ে পূর্ণ নম্বরে রূপান্তরের পূর্ব সিদ্ধান্ত বহাল থাকে।

সভায় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বাহাউদ্দীন জাগো নিউজকে বলেন, একাডেমিক সভায় প্রভোস্ট স্টান্ডিং কমিটির সিদ্ধান্ত বহাল থাকে। পরীক্ষা নিয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকে। ১৭ আগস্ট থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

Advertisement

এমএএইচ/জিকেএস