দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

Advertisement

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যাওয়া দুজনের মধ্যে একজন নওগাঁর এবং একজন কুষ্টিয়ার বাসিন্দা। তাদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ১৪ জন এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৮৯ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১০৩ জন। রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ৯ জন করোনা শনাক্ত হন। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন সাতজন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৮ শতাংশ।

Advertisement

ফয়সাল আহমেদ/ এফআরএম/এএসএম