দেশজুড়ে

চৌদ্দগ্রামে সংঘর্ষের ঘটনায় র‌্যাব-বিজিবি মোতায়েন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরে দুই মেয়র প্রার্থীর দফায় দফায় সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনো উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর চলাচল শুরু হয়েছে। বর্তমানে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সদরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।সোমবার বিকেল সোয়া ৪ টার দিকে চৌদ্দগ্রাম বাজারে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রহমান ও দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী এনামের কর্মী সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানায়, আ.লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী এনামের সমর্থকরা বিকেলে চৌদ্দগ্রাম বাজারে মিছিল বের করে। এসময় আ.লীগ সমর্থিত মেয়র প্রার্থী মিজানুর রহমানের সমর্থনে আলকরা ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু কর্মীদের নিয়ে গণসংযোগ শেষে ফেরার পথে চৌদ্দগ্রাম বাজারে উভয়পক্ষ মুখোমুখি হয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এসময় উপজেলা সদরে ৩টি মাইক্রোবাস ও ১২টি মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এক পর্যায়ে মেয়র মিজানুর রহমানের সমর্থকরা চৌদ্দগ্রাম থানায় আশ্রয় নিলে এনামের সমর্থকরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় ২ ঘণ্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, উভয়পক্ষের ফাঁকা গুলি, ইটপাটকেল নিক্ষেপ ও শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুলিশের এসআই মো. হোসাইন, কনস্টেবল মনির হোসেন, আ.লীগ নেতা মীর হোসেন মীরু, দোকানের কর্মচারী জাফর,শিপন, আবদুল্লাহসহ উভয় প্রার্থীর অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। উভয় গ্রুপ উপজেলা সদরে প্রায় ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। আহতদের চৌদ্দগ্রাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।রাত সাড়ে ৮টায় কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌদ্দগ্রাম উপজেলা সদরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনার পর দুই মেয়র প্রার্থীর মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

Advertisement