ক্যাম্পাস

রাবিতে প্রত্যাবর্তন চলচ্চিত্র প্রদর্শন

গ্রামীণ প্রকৃতির প্রতি ভালোবাসার এক হৃদয়কাড়া কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রত্যাবর্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রদর্শিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা ৬টার দিকে রাবির কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।উত্তরবঙ্গে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রত্যাবর্তনের চিত্রনাট্যকার ও পরিচালক আহসান কবীর লিটন। চলচ্চিত্রটিতে  সমাজের বিভিন্ন অসংগতির চিত্র তুলে ধরা হয়েছে।ঢাকা কেন্দ্রিক চলচ্চিত্র শিল্পের যে চর্চা প্রচলিত আছে- তা ভেঙে অঞ্চলভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করে এ শিল্পের বিকেন্দ্রীকরণের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু হলো প্রত্যাবর্তনের। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটির পরিচালক, কহিনীকার, অভিনেতা-অভিনেত্রী, ক্যামেরাম্যানসহ সকল কলাকুশলী উত্তরবঙ্গের। চলচ্চিত্রটি-নির্মাণের ক্ষেত্রে নগরীর আলপুট্টিস্থ বরেন্দ্র প্রোডাকশন হাউজ কারিগরী সহযোগিতা প্রদান করেছে। প্রদর্শনী পর্বে চলচ্চিত্রটির পরিচালক আহসান কবীর লিটনসহ এর কলাকুশলীবৃন্দ উপস্থিত ছিলেন।রাশেদ রিন্টু/এআরএ/আরআইপি

Advertisement