যশোর পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম কামরুজ্জামান চুন্নুর বারান্দিপাড়া এলাকার নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টুর অনুসারীরা হামলা চালিয়ে জিনিসপত্র ভাঙচুর করেন বলে অভিযোগ করেছেন এসএম কামরুজ্জামান চুন্নু। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদারের উপস্থিতিতে কামরুজ্জামানের ‘জগ’ প্রতীকের কার্যালয়ে হামলা চালিয়ে তছনছ করা হয়েছে। বাঁধা দিলে জগ প্রতীকের নির্বাচনী কর্মকর্তা হামিদ মুকুলকে মারধর করা হয়।তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার বলেন, এসএম কামরুজ্জামান চুন্নু মিথ্যাচার করছেন। ওই এলাকায় তার নির্বাচনী কার্যালয় আছে জেনেই আমি অন্য পথ দিয়ে ঘুরে গিয়ে জনসংযোগ করেছি। ভাঙচুরের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাছ আলী বলেন, মেয়র প্রার্থী কামরুজ্জামানের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে নৌকা প্রতীকের লোকজন ওই কার্যালয়ে ঢুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে গেছে। এ বিষয়ে লিখিত প্রতিবেদন দাখিল করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। মিলন রহমান/এমএএস/আরআইপি
Advertisement