রাজধানীর ফকিরাপুলে তেলাপোকা মারার বিষ খেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শিশু ইসমাইল (৩) মারা গেছে।
Advertisement
বুধবার (৬ অক্টোবর) বিকেলে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় তার বোন মিম (৪) এখনও চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফকিরাপুলে তেলাপোকা মারার বিষয় খেয়ে অসুস্থ দুই শিশুর মধ্যে ইসমাইল মারা গেছে। তার বোন মিম হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
Advertisement
এর আগে বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢামেকে নিয়ে আসা হয়। পরে স্টোমাক ওয়াশ করে মিমকে ২০৪ নম্বর ও ইসমাইলকে ২০৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
দুই শিশুর বাবা জুবায়ের হোসেন বলেন, ঘরে তেলাপোকা মারার ওষুধ ছিল। আমার ছেলে ও মেয়ে অসাবধানতাবশত সেগুলো ফেলে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
বিএ/এএসএম
Advertisement