ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজির সই জাল করে শহরে চাঁদাবাজির অভিযোগে এক ব্যক্তিকে আটক করার পর মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
Advertisement
অভিযুক্ত ব্যক্তির নাম কামাল উদ্দিন হিরো (৪২)। তিনি ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বারাহিপুরের বাসিন্দা বজলুর রহমানের ছেলে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, পৌরসভার বাসিন্দা হিরো মিয়া এমপি ও মেয়রের সই জালিয়াতি করে রশিদ বই ছাপিয়ে শহরের বিভিন্ন এলাকায় চাঁদা আদায় করে আসছিলেন। বিষয়টা দলীয় নেতাকর্মীদের নজরে আসে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে ভুয়া রশিদ বইসহ তাকে আটক করে এমপি নিজাম হাজারীর কাছে সোপর্দ করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি জাগো নিউজকে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার লোকজন আমার এবং এমপির সই নকল করে ছাপানো একটি চাঁদা বহিসহ হিরো নামের এক ব্যক্তিকে পৌরসভা কার্যালয়ে নিয়ে আসেন। পরে এমপি নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনামতে তাকে পুলিশে সোপর্দ করা হয়
Advertisement
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, প্রতারণার অভিযোগে আটক ব্যক্তির স্বজনরা থানায় মুচলেকা দিলে বুধবার (৬ অক্টোবর) তাকে ছেড়ে দেওয়া হয়।
নুর উল্লাহ কায়সার/এসআর/এএসএম