পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাসা থেকে ৫৪টি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় বাবা-ছেলেকে আটক করা হয়েছে।
Advertisement
বুধবার (৬ অক্টোবর) দুপুর ২টায় উদ্ধার করা কচ্ছপ এবং আটক দুজনকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে পৌর শহরের নতুন কাঠপট্টি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৫৪টি কচ্ছপ উদ্ধার করা হয়। ওই বাসা থেকে আটক করা হয় বাবা তোতা মিয়া (৪৮) ও ছেলে রুবেলকে (২৬)। আটক দুই ব্যক্তিকে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান জানান, আটকরা দীর্ঘদিন ধরে কচ্ছপ ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
কলাপাড়া উপজেলা বন সংরক্ষক আবদুস সালাম মিয়া জানান, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা কচ্ছপ আন্ধারমানিক নদীতে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
Advertisement
এফআরএম/জেআইএম