জাতীয়

বৃষ্টি আরও কমতে পারে

লঘুচাপের প্রভাব কেটে গেছে। মৌসুমি বায়ুও বাংলাদেশের ওপর কম সক্রিয়। তাই গত কয়েকদিন ধরে চলা বৃষ্টির প্রবণতা কমে গেছে। আগামী দিনগুলোতে বৃষ্টি আরও কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

গত ২৪ ঘণ্টায় রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে সামান্য বৃষ্টি হয়েছে। এ সময়ে ঢাকায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

তিনি আরও জানান, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Advertisement

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস ডিমলায়। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছিল। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের রংপুর বিভাগে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৭১ মিলিমিটার। এছাড়া রংপুরে ২, সৈয়দপুরে ১১ ও রাজারহাটে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগের ডিমলা ও তেঁতুলিয়া পয়েন্টে বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এর আগের দিন কুড়িগ্রামের রাজারহাটে ১১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

আরএমএম/ইউএইচ/জেআইএম

Advertisement