পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন থাকবে। আর নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাবেদ আলী।তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভোটাররা ইচ্ছা অনুযায়ী যেকোনো সময় ভোট প্রদান করতে পারবেন। তবে কোনো ভোটার ভোট কেন্দ্রে আসার বিষয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হলে, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে নিরাপদে ভোটাধিকার প্রয়োগে সহযোগিতা করবে।সোমবার বিকেলে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে পৌরসভা নির্বাচনে প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।প্রার্থীদের উদ্দেশ্যে জাবেদ আলী বলেন, ভোটের জন্য ভোটাররা নিয়ামক। ভোটারদের কষ্ট হবে, এমন কর্মকাণ্ড প্রার্থীদের প্রত্যাহার করতে হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ একেএম তৌহিদুল আলম মামুন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।মতবিনিময়ে অংশ নেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী এজিএম বাদশাহ, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আলমুদ্দিন হারুন মন্ডল, আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খাঁন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ ও ১নং এলাকার সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রেনুকা পারভীন।এআরএ/আরআইপি
Advertisement