জাতীয়

২৪ ঘণ্টায় টিকা নিলেন আরও ৬ লাখ মানুষ

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন আরও প্রায় ছয় লাখ মানুষ। এ নিয়ে দেশে টিকাগ্রহিতার সংখ্যা বেড়ে পাঁচ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৫৭২ জনে দাঁড়িয়েছে।

Advertisement

এরমধ্যে প্রথম ডোজ তিন কোটি ৪৯ লাখ ৭৬ হাজার সাত জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৭৪ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে মোট টিকাগ্রহিতা পাঁচ লাখ ৯৯ হাজার ৯২৯ জনের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন চার লাখ ৪৬ হাজার ১১৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৫৩ হাজার ৮১১ জন।

২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ দুই লাখ ২২ হাজার ৯৩০ জন ও নারী দুই লাখ ২৩ হাজার ১৮৮ জন। দ্বিতীয় ডোজের টিকাগ্রহিতাদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৬৬৩ জন ও নারী ৭৩ হাজার ১৪৮ জন।

Advertisement

মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরিসংখ্যান তুলে ধরা হয়।

এ বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

টিকার জন্য ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট নিবন্ধনকারীর সংখ্যা পাঁচ কোটি ১৬ লাখ তিন হাজার ৯৭ জন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পাঁচ কোটি ৪৯ লাখ দুই হাজার ৬৯৬ জন ও পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ছয় লাখ ৮০ হাজার ৪০১ জন।

এমইউ/এমকেআর/এএসএম

Advertisement