খেলাধুলা

না খেলেই জোকোভিচের শিরোপা

পিঠের চোটের কারণে লন্ডন এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা নির্ধারণী ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রজার ফেদেরার। ফলে ফাইনালে কোর্টে না নেমেই টুর্নামেন্টের হ্যাটট্রিক শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ।রোববার ফাইনাল শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে নিজের অসুস্থতার কথা জানান প্রতিযোগিতার ৬ বারের চ্যাম্পিয়ন ফেদেরার। যদিও তার চোটটা খুব একটা গুরুতর নয়, কিন্তু ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট না হওয়ায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।ফাইনালে খেলতে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। হতাশা ঝরেছে তার কণ্ঠেও, দুর্ভাগ্যবশত আমি আজ রাতের ম্যাচটি খেলার মতো ফিট নই। পরিস্কারভাবেই পরিস্থিতি এমন না হওয়ার আশা ছিল আমার। আমি চাইনি এটা এভাবে শেষ হোক।মৌসুমের শেষ টুর্নামেন্টের শিরোপা নিতে এসে ফেদেরারের সুস্থতা কামনা করেন র্যা ঙ্কিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ার তারকা জোকোভিচ।

Advertisement