দেশে করোনা শনাক্তের হার আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ হাজার ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬৯৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৪৫২ জন।
Advertisement
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৭২ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ (মঙ্গলবার) পর্যন্ত নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তের হার ১৫ দশমিক ৮৪ শতাংশ।
গত রোববার (৩ অক্টোবর) শনাক্তের হার ছিল ২ দশমিক ৯০ শতাংশ। চলতি বছরের ফেব্রুয়ারির পর যা সর্বনিম্ন। এরপর থেকে ধারাবাহিকভাবে শনাক্তের হার ছিল তিন শতাংশের বেশি।
মঙ্গলবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬১৪ জনে।
এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৭০৮ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২০ হাজার ২৯৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, দশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব দুইজন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব চারজন ও আশি-ঊর্ধ্ব একজন রয়েছেন।
২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে পাঁচজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন, বরিশালে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন।
Advertisement
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমইউ/বিএ/এএসএম