দেশজুড়ে

সিরাজগঞ্জে দাফনের ৩ মাস পর ব্যবসায়ীর মরদেহ উত্তোলন

সিরাজগঞ্জের রায়গঞ্জে দাফনের তিনমাস পর নিজাম উদ্দিন (৫২) নামের এক সবজি ব্যবসায়ীর মরদেহ উত্তোলন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, পাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গত ২৯ জুন সকাল ৯টার দিকে রায়গঞ্জ পৌরসভার বেতুয়া মহল্লার খোলা মাঠের ইউকেলিপ্টাস গাছে নিজাম উদ্দিন (৫২) নামের সবজি ব্যবসায়ির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মো. আব্দুল মজিদ বাদী হয়ে হত্যা মামলা করেন। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে না রাজি জানালে আদালত মরদেহ দ্বিতীয় দফায় ময়নাতদন্তের জন্য উত্তোলনের নিদের্শ দেন। সেই নির্দেশ মোতাবেক দাফনের ৯ মাস আটদিন পর মঙ্গলবার (৫ অক্টোবর) মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এএসএম

Advertisement