দেশজুড়ে

চৌদ্দগ্রামে ২ মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ : যানবাহনে আগুন

কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী মিজানুর রহমান ও ইমাম হোসেন পাটোয়ারীর কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া, গুলি, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের এসআই হোসাইনসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের পুরাতন ইউপি ভবনের সামনে আ.লীগের বিদ্রোহী মেয়র ইমাম হোসেন পাটোয়ারী এনামের সমর্থকরা মিছিল বের করার পর আ.লীগের মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমানের সমর্থকদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা পরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় উভয় গ্রুপে ধাওয়া পাল্টা-ধাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুরসহ আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিকেল সোয়া ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রুপের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা অব্যাহত ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা থেকে চৌদ্দগ্রামে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।কামাল উদ্দিন/এমএএস/আরআইপি

Advertisement