চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘ওশেনিয়া মহাদেশ’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।১. প্রশ্ন : ওশেনিয়া কাকে বলে?উত্তর : দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে।২. প্রশ্ন : ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত?উত্তর : অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া।৩. প্রশ্ন : ওশেনিয়া মহাদেশের আয়তন কত?উত্তর : ৮৪ লক্ষ ২৮ হাজার ৭০২ বর্গ কিলোমিটার।৪. প্রশ্ন : ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি?উত্তর : অস্ট্রেলিয়া।৫. প্রশ্ন : ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?উত্তর : নাউরু।৬. প্রশ্ন : নাউরুর আয়তন কত?উত্তর : ২১ বর্গ কিলোমিটার।৭. প্রশ্ন : অস্ট্রেলিয়ার আয়তন কত?উত্তর : ৭৬ লক্ষ ১৭ হাজার ৯৩০ বর্গ কিলোমিটার।৮. প্রশ্ন : বিচিত্র জীবজন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায়?উত্তর : অস্ট্রেলিয়া।৯. প্রশ্ন : ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি?উত্তর : মারে ডালিং, অস্ট্রেলিয়া।১০. প্রশ্ন : মারে ডালিংয়ের দৈর্ঘ্য কত?উত্তর : ৩,৭৮০ কিলোমিটার।১১. প্রশ্ন : ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?উত্তর : কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার)।১২. প্রশ্ন : ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি?উত্তর : লেক আয়ার (১৫.৮ মিটার)।১৩. প্রশ্ন : গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?উত্তর : প্রশান্ত মহাসাগরে।১৪. প্রশ্ন : অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত?উত্তর : দক্ষিণ গোলার্ধে।১৫. প্রশ্ন : ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি?উত্তর : নিউগিনি (৭ লক্ষ ৮৫ হাজার বর্গ কিলোমিটার)।১৬. প্রশ্ন : তাহিতি, সামোয়া, ইস্টার, টোঙ্গা ও টওমোতু প্রভৃতি দ্বীপগুলোকে কী বলে?উত্তর : পলিনেশিয়া।১৭. প্রশ্ন : সান্তাক্রুজ, ফিজি, নিউগিনি, বিসমার্ক, সলোমান, নিউক্যালিডোনিয়া নিয়ে গঠিত হয়েছে?উত্তর : মেলেনিশিয়া।১৮. প্রশ্ন : মার্শাল, ক্যারোলিনা, মেরিয়ানা নিয়ে গঠিত হয়েছে?উত্তর : মাইক্রোনেশিয়া।১৯. প্রশ্ন : অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস কোনটি?উত্তর : জানুয়ারি।২০. প্রশ্ন : অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি?উত্তর : জুলাই। এসইউ/আরআইপি
Advertisement