স্বাস্থ্য

করোনা শনাক্ত ফের ৩ শতাংশের ওপরে

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ। গতকাল (রোববার) প্রায় সাড়ে ছয় মাস পর শনাক্তের হার ৩ শতাংশের নিচে নামে। এর একদিন পরই তা আবার বাড়লো।

Advertisement

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন ৭৯৪ জন রোগী শনাক্ত হয়।

দেশে গত বছর অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ আটজন ও নারী ১০ জন।

Advertisement

এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৬ জন এবং বেসরকারি হাসপাতালে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৯১ জনে।

এমইউ/এমএইচআর/এমএস