দেশজুড়ে

কুমিল্লায় বিএনপি নেতাদের গণসংযোগে ককটেল বিস্ফোরণ

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলমগীর খাঁনের পক্ষে কেন্দ্রীয় বিএনপি নেতাদের গণসংযোগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১২টার দিকে চান্দিনাস্থ কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম জাগো নিউজকে জানান, বিএনপি মনোনীত প্রার্থী শাহ আলমগীর খাঁনের গণসংযোগে অংশ নিতে দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান এবং জয়নাল আবেদীন ফারুক চান্দিনাস্থ কুমিল্লা উত্তর জেলা বিএনপির কার্যালয়ে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন। তিনি জানান, কেন্দ্রীয় নেতারা কার্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে সভার কার্যক্রম শুরু করলে কার্যালয়ের পাশে একদল দুর্বৃত্ত কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় ওই সভাস্থলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে সভাস্থল ত্যাগ করে। তবে ককটেল হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বিএনপি নেতাকর্মীরা। খবর পেয়ে চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিয়াম উদ্দিন, সহকারী রিটার্নিং অফিসার মাসুদুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাহউদ্দিন মুঠোফোনে জাগো নিউজকে জানান, একটি বিকট আওয়াজ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। তবে সেখানে কোনো আলামত পাওয়া যায়নি। মো. কামাল উদ্দিন/এমজেড/আরআইপি

Advertisement