স্বাস্থ্য

করোনায় আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৬১৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৭৩ জনে।

Advertisement

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনে।

রোববার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২১ হাজার ১৬০টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৭ লাখ ৯৪ হাজার ৪৯০টি।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ৭৫৪ জন।

তাদের মধ্যে পুরুষ ৯ ও নারী ৯ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫ এবং বেসরকারি হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন, ষাটোর্ধ্ব তিনজন এবং আশির্ধ্ব দুইজন মারা যান।

একই সময়ে করোনায় মৃত ১৮ জনের মধ্যে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ঢাকায় সাতজন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে দুইজন এবং খুলনা বিভাগে দুইজনের মৃত্যু হয়।

Advertisement

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এমইউ/জেএইচ/জিকেএস