সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) প্রবাসী কর্মীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার নির্ধারিত এক হাজার ৬০০ টাকার ফি মওকুফ হচ্ছে। শুধু তাই নয়, এসব প্রবাসীদের জন্য বিনামূল্যে স্ন্যাকস (নাস্তা) সরবরাহ করা হবে।
Advertisement
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
তারা জানান, যাত্রার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করতে হয়। এজন্য যাত্রীদের অনেকে ৮-১০ ঘণ্টা বিমানবন্দরের ভেতরে অবস্থান করেন। দীর্ঘসময় বসে থাকতে হয় বলে তাদের জন্য বিনামূল্যে স্ন্যাকস সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
করোনা পরীক্ষার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুরুতে হ-য-ব-র-ল অবস্থা থাকলেও শাহজালাল বিমানবন্দরে স্থাপিত ছয়টি প্রতিষ্ঠানের আরটি-পিসিআর ল্যাবে বর্তমানে সুষ্ঠুভাবে নমুনা পরীক্ষা কার্যক্রম চলছে। গত দুইদিনে (১-২ অক্টোবর) তিন সহস্রাধিক প্রবাসী কর্মী সংযুক্ত আরব আমিরাত গেছেন।
Advertisement
ইউএই সরকারের নির্দেশনা অনুসারে ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগে করোনার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট নিয়ে কেউ দুবাই, কেউ শারজাহ আবার কেউ বা আবুধাবি কর্মস্থলে যাচ্ছেন। আজ রোববার (৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুবাই ও আবুধাবি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে।
যেভাবে পরীক্ষা শেষে ইউএই যাচ্ছেন যাত্রীরা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, বিমানবন্দরের দ্বিতীয় তলায় বাইরে ছয়টি আরটি-পিসিআর ল্যাব রয়েছে। চারজন স্বেচ্ছাসেবক মাইক হাতে প্রবাসী কর্মীসহ অন্য সব যাত্রীদের ১ নম্বর টার্মিনালের গেটে ডেকে নিচ্ছেন। তাদের সবার হাতে ৪৮ ঘণ্টা আগে করা করোনার পরীক্ষার রিপোর্ট দেখে নিশ্চিত হয়ে শুধুমাত্র দুবাই, শারজাহ ও আবুধাবিগামী প্রবাসী কর্মীদের হেলথ ডেস্কে পাঠাচ্ছেন। হেলথ ডেস্ক থেকে ফ্লাইটের সময় দেখে যার আগে নমুনা পরীক্ষার প্রয়োজন তার পরীক্ষা আগে করিয়ে নিচ্ছেন। বাকিদের অপেক্ষা করতে বলা হচ্ছে।
এমইউ/জেডএইচ/জেআইএম
Advertisement