ধর্ম

খাওয়ার শেষে পড়ার দোয়া

খাওয়া-দাওয়ার শুরুতে যেমন রয়েছে দোয়া ও করণীয়। খাওয়ার শেষেও রয়েছে আল্লাহর শুকরিয়া আদায়ের নির্দেশনা। খাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া আদায়ে হাদিসের কয়েকটি নির্দেশনামূলক আমল তুলে ধরা হলো-ক. হজরত মুয়াজ ইবনু আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘কোনো মুসলমান খাবার বস্তু ও পাণীয় গ্রহণের পর এ দোয়াটি পড়লে তার পূর্বের গোনাহ মাফ করে দেয়া হয়। দোয়াটি হলো-উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আত্বআমানি হাজাত ত্বাআমা ওয়া রাযাক্বানিহি মিন গাইরি হাওলিম মিন্নি ওয়া লা কুউওয়াতিন। (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)অর্থ : সমস্ত্র প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি আমাকে পরিশ্রম ও প্রচেষ্টা ছাড়াই খাওয়ালেন এবং রুজি দান করলেন।খ. হজরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন,     রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পান করতেন, তখন বলতেন-উচ্চারণ- আলহামদু লিল্লাহিল্লাজি আত্বআমা, ওয়া সাক্বা ওয়া সাউওয়াগাহু ওয়া ঝাআলা লাহু মাখরাঝা। (আবু দাউদ, মিশকাত)অর্থ : এ আল্লাহর প্রশংসা যিনি খাওয়ালেন, পান করালেন এবং সহজভাবে প্রবেশ করালেন ও তা বের হওয়ার ব্যবস্থা করলেন।গ. সমাজে প্রচলিত দোয়া-উচ্চারণ : আলহামদু লিল্লাহিল্লাজি আত্বআমানা ওয়া সাক্বানা ওয়া ঝাআলানা মিনাল মুসলিমিন। (আবু দাউদ, মিশকাত)অর্থ : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি খাওয়ালেন এবং পান করালেন এবং মুসলমান হিসেবে অন্তর্ভূক্ত করলেন।সুতরাং খাবার গ্রহণের পর উপরোক্ত দোয়াগুলো থেকে যে কোনো একটি দোয়া পড়লেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত ও কল্যাণ লাভ হবে। আল্লাহ তাআলা উম্মাতে মুসলিমার নেক আমলগুলো কবুল করুন। আমিন।এমএমএস/এমএস

Advertisement