দেশজুড়ে

শেরপুরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শেরপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপরে সদর উপজেলার জঙ্গলদী নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

তারা হলো- মাহমুদুল হাসান সুয়াইম (১৫) ও রাউফুন (১০)। সুয়াইম শহরের চকপাঠক এলাকার ছানোয়ার হোসেনের ছেলে ও রাউফুন ঢাকার দক্ষিণখান এলাকার রফিক মিয়ার মেয়ে। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে শেরপুরের জঙ্গলদী এলাকার নানার বাড়িতে বেড়াতে যায় সুয়াইম ও রাউফুন। দুপুরে দুজন মৃগী নদীতে গোসলে যায়। সাঁতার না জানায় একসময় দুজন পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা ঘণ্টাখানের খোঁজার পর মরদেহ উদ্ধার করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

Advertisement

ইমরান হোসেন রাব্বি/আরএইচ/এএসএম