বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে ফাঁসাতে নিজের স্ত্রী স্বপ্না খাতুনকে (৩৮) ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে বড় ভাই বাহাচ আলী (৪১)।
Advertisement
শুক্রবার (১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার চালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী বাহাচ উদ্দিনকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মতরাজ আলীর ছেলে বাহাচ আলী ও বেলাল হোসেন। ছোট ভাই বেলাল একটি পোশাক কারখানায় চাকরি করেন। আর বড় ভাই বাহাচ উদ্দিন স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরেই একটি স্টলে চা বিক্রি করতেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই ২২ শতক জমি নিয়ে বিরোধে রয়েছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগও রয়েছে তাদের। এ অবস্থায় শুক্রবার দিনগত রাত ৩টার দিকে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে নিজের চা স্টলে স্ত্রী স্বপ্না খাতুনকে ডেকে নেন বাহাচ আলী। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। খবর পেয়ে রাতেই বাহাচ আলীকে আটক করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে ফাঁসানোর জন্য স্বপ্নাকে খুন করেছে তার স্বামী বাহাচ আলী। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর স্বপ্না খাতুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
অন্যদিকে, শনিবার সকাল ৯টার দিকে ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার একটি পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এফআরএম/এএসএম