আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে তুষার ধসে ৫ নৌসেনা নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার ত্রিশুল পর্বত আরোহনের সময় তুষার ধসের কারণে নৌবাহিনীর পাঁচজন পর্বতারোহী ও একজন সহকারী নিখোঁজ হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় পর্বতের চূড়ায় পৌঁছানোর পরই তারা দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।

Advertisement

ঘটনার পর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ের (এনআইএম) প্রধান কর্নেল অমিত বিস্টের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে যান। তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

ভারতীয় সেনা ও বিমানবাহিনীর সদস্যদের পাশাপাশি উত্তরাখণ্ড রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি যৌথ দল হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। দেশটির নৌবাহিনীর অ্যাডভেঞ্চার শাখা এনআইএম কর্তৃপক্ষকে ঘটনাটি জানায় এবং তাদের অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাহায্য চায়।

ভারতীয় নৌবাহিনীর পর্বতারোহীদের ২০ সদস্যের একটি দল ১৫ দিন আগে সাত হাজার ১২০ মিটার উচ্চ মাউন্ট ত্রিশুল পর্বতে অভিযানে যায়। কিন্তু শুক্রবার (১ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই অঞ্চলে হিমবাহ আঘাত হানলে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

এমএসএম/এমএস