সিনেমার ডায়নোসর দেখে ভয়!জিকু গেছে সিনেমা হলে। সিনেমার নাম, ‘ভয়ংকর ডায়নোসর’! পর্দায় যখনই ডায়নোসর দেখা গেল, জিকু দ্রুত চেয়ারের নিচে লুকানোর চেষ্টা করতে লাগল। জিকুর পাশে বসা ভদ্রলোক বললেন-ভদ্রলোক: কী হলো, লুকাচ্ছেন কেন?জিকু: ভয়ে।ভদ্রলোক: ভয় কিসের? সিনেমাই তো!জিকু: আমি না হয় মানুষ, আমার বুদ্ধিশুদ্ধি আছে। এটা যে সিনেমা, সেটা আমি জানি। কিন্তু ওই বেটা ডায়নোসরটা তো আর জানে না!
Advertisement
****
রেডিও শোনার সময়রমিজ একটি এএম ব্যান্ড রেডিও কিনেছেন। বিকেলে তার স্ত্রী বললেন- স্ত্রী: ওগো শুনছ, তোমার রেডিওটা একটু ছাড়ো না, গান শুনি।রমিজ: এখন তো শোনা যাবে না, দেখছ না বিকেল চারটা বাজে?স্ত্রী: তো কী হয়েছে?রমিজ: আরে বোকা, এটা তো এএম ব্যান্ড রেডিও। রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শোনা যায়। পিএম ব্যান্ড রেডিও হলে অবশ্যই এখন শুনতে পেতে!
****
Advertisement
পাস থাকার পরও টিকিটসুরুজ বাস কাউন্টারে গিয়ে বললেন-সুরুজ: আমাকে দুটো টিকিট দিন তো। কর্মী: দুটো টিকিট কেন? আপনাকে তো একা দেখছি! সুরুজ: একটা টিকিট যদি হারিয়ে যায়, তাই আগে থেকেই আরেকটা টিকিট অতিরিক্ত কিনে রাখছি। কর্মী: আর যদি দুইটাই হারিয়ে যায়? সুরুজ: সমস্যা নেই। আমার কাছে পাস আছে!
এসইউ/এমএস