সৌদি আরবে বিমান বা অন্য কোনো গণপরিবহনে ভ্রমণকারীদের অনুমোদিত করোনা প্রতিরোধী টিকার দুই ডোজ গ্রহণ করতে হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মটি ১০ অক্টোবর থেকে কার্যকর হবে।
Advertisement
যে কোনো সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, সামাজিক বা বিনোদনমূলক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যও এ নিয়মটি প্রযোজ্য হবে। শুক্রবার (১ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যারা করোনা প্রতিরোধী দুই ডোজ টিকা গ্রহণ করেনি তাদের কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেও প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন মারা গেছেন এবং নতুন করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৬ হাজার ২২৬ জন এবং করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন আট হাজার ৭১৯ জন।
Advertisement
এমএসএম/এএসএম