দেশজুড়ে

সাংসদের অনুষ্ঠানে চেয়ারম্যান না থাকায় শোকজ

নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের একটি অনুষ্ঠানে উপস্থিত না থাকায় সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।রোববার বিকেলে জাকির হোসেনের কাছে ওই নোটিশের চিঠি পাঠানো হয়। তাকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে ওই চিঠিতে।নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আকতার চৌধুরী জাগো নিউজকে জানান, শনিবার বিকেলে আলীরটেকে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। যেহেতু, অনুষ্ঠানটি জনকল্যাণমূলক সেহেতু ওই অনুষ্ঠানে প্রটোকল অনুযায়ী স্থানীয় চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান জাকির হোসেন উপস্থিত ছিলেন না। আর অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম। এমন অভিযোগের কারণেই চেয়ারম্যানকে কারণ দর্শাতে বলা হয়েছে।এখানে উল্লেখ্য যে, শনিবার অনুষ্ঠানে সেলিম ওসমান তার বক্তব্যে জাকির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন ইউএনওকে। সেই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করতে সদর উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত আলীরটেক এলাকায় চেয়ারম্যান জাকিরের সুপারিশে কোনো ডিও এর বরাদ্দ দেয়ার ব্যাপারে মৌখিকভাবে নিষেধাজ্ঞা প্রদান করেন তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরিবর্তে সদর উপজেলার চেয়ারম্যান আলীরটেক এলাকার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের তদারকি করবেন বলে তিনি নির্দেশ দিয়েছেন।শনিবার বিকেলে আলীরটেক এলাকার কুড়েরপাড় আর্দশ উচ্চ বিদ্যালয়ে সংসদ সদস্য সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে স্কুলের নতুন বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য চেক হস্তান্তর অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিম ওসমান উপস্থিত হওয়ার কথা আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনকে আমন্ত্রিত অতিথি না করে মৌখিকভাবে অবগত থাকলেও সেখানে তিনি উপস্থিত ছিলেন না।  এদিকে অভিযোগ রয়েছে সাবেক চেয়ারম্যান মতিউর রহমান মতির অবস্থান শক্ত করতে চেয়ারম্যান জাকিরকে মাইনাস করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের মাধ্যমে জাকিরকে শোকজ করা হয়েছে। মো. শাহাদাত হোসেন/এমজেড/এমএস

Advertisement