দেশজুড়ে

ভারতে গেলো আরও দুই টন ইলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় গেলো দুই টন ইলিশ মাছ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ইলিশ ভর্তি একটি পিকআপ আগরতলায় প্রবেশ করে।

Advertisement

প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৫০ টাকা)। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশের এ চালান পাঠানো হয়েছে।

আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০১৩ সাল থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ইলিশ রপ্তানির বিশেষ অনুমোদন দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে প্রথম চালানে দুই টন মাছ রপ্তানি করা হয়েছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশ রপ্তানি হবে।

আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বিডিএস করপোরেশন নামের একটি প্রতিষ্ঠান ৪০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। আজ প্রথম চালানে দুই টন ইলিশ রপ্তানি হয়েছে।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম