দেশজুড়ে

শ্রীপুরে আ. লীগের মেয়র প্রার্থীকে আবারো শোকজ

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘণ করার দায়ে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আনিছুর রহমানকে রোববার আবারো শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। একদিন আগে শুক্রবারও একই অভিযোগে আনিছুর রহমানকে শোকজ নোটিশ দিয়েছিল রিটার্নিং অফিসার। রোববার বিকেলে একই অভিযোগে ৮নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেক ও ফিরোজ আহমদকেও শোকজ করা হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, আনিছুর রহমান রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত শ্রীপুর পৌর শহরে তার সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল ও শোডাউন করেন। এসময় পৌর শহরে যানজট সৃষ্টি হয়। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ। এজন্য তাকে শোকজ নোটিশ দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তবে এ ব্যাপারে আনিছুর রহমানের নির্বাচন সমন্বয়কারী মাহতাব উদ্দিন সাংবাদিকদের জানান, নির্বাচনী কোনো মিছিল বা শোডাউন হয়নি। প্রার্থী নির্বাচনী লিফলেট বিতরণের সময় সমর্থকেরা তার কাছে এসেছিল। এসময় জনসাধারণ ও যানবাহন চলাচলের যথেষ্ট জায়গা ছিল। যানবাহন ও জনসাধারণের চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।এছাড়া শনিবার রাত ৮টার পর ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাইকিং, দেয়াল ও বিভিন্ন স্থাপনায় নির্বাচনী পোস্টার লাগানোর অভিযোগে রোববার বিকেলে কাউন্সিলর প্রার্থী আব্দুল বারেককে (ডালিম প্রতীক) এবং রোববার বিকেলে মাওনা-চৌরাস্তা এলাকায় মিছিল করার অভিযোগে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফিরোজ আহমদকে (উটপাখি প্রতীক) শোকজ করা হয়েছে। তাদেরকে এর জবাব দিতে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার। এর আগে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনিছুর রহমান ও বিএনপি মনোনীত প্রার্থী মো: শহিদুল্লাহ শহীদকে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে শোকজ করা হয়েছিল।             আমিনুল ইসলাম/ এমএএস

Advertisement