স্বাস্থ্য

জাপান গেলেন বিএসএমএমইউ ভিসি

জাপান গেলেন বিএসএমএমইউ ভিসি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান জাপান গেলেন। রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ার লাইন্স-এর একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। জাপানে অবস্থানকালে তিনি জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল পরিদর্শন করবেন। এছাড়া তিনি নন কমিউনিকেবল ডিজিসেস-এর বিষয়ে পারস্পরিক সহায়তার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর বিষয়েও আলোচনা করবেন। ২৬ ডিসেম্বর (শনিবার) তার দেশে ফেরার কথা রয়েছে।এমইউ/এআরএস

Advertisement